রাজ্যে চলমান লোকসভা নির্বাচনের প্রচার সত্ত্বেও শুক্রবার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি সরকারি প্রকল্প ঘোষণা করেছেন। রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার আগে বিকেল ৩টের সময় আরামবাগে সরকারি প্রকল্পের কর্মসূচির মঞ্চে হাজির হন মোদি যেখানে মোদির সঙ্গে ছিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসও । তাছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ এবং রাজ্য বিধানসভার স্পিকার সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদি সাত হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মোদির তালিকায় থাকা প্রকল্পগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস ফিলিং প্রকল্প (এলপিজি বটলিং প্ল্যান্ট), কলকাতা বন্দরে বেশ কয়েকটি নতুন প্রকল্প এবং কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের আধুনিকীকরণ।
উপরন্তু, মোদি রাজ্যের জন্য তিনটি রেল প্রকল্পেরও ঘোষণা করেছেন। সরকারি প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, “বাংলায় রেলের উন্নয়ন এমন হওয়া দরকার, যেমনটা দেশের অন্য রাজ্যে হয়েছে।’’ তিনি জোর দিয়েছিলেন যে “বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা রয়েছে তাতে গরিব, মহিলা এবং যুবদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠেছে। পশ্চিমবঙ্গের বিকাশের জন্য সাত হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এর ফলে রেল, পেট্রল এবং জলশক্তির উন্নতি হবে।’’
মোদি আরও দাবি করেছেন যে এলপিজি বটলিং প্ল্যান্ট স্থাপনের ফলে কর্মসংস্থান বাড়বে। কেন্দ্রীয় সরকারের এই বিভিন্ন প্রকল্পের দ্বারা হাওড়া, হুগলি, কামারপট্টি এবং বরানগরের মতো অঞ্চলে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। রেল উন্নয়নের বিষয়ে মোদি বলেন, “বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অতীতের তুলনায় তিন গুণ বেড়েছে। বাংলায় ১০০ স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে।” মোদি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ পাঁচটি বেন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষের সহযোগিতায় বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূর্ণ হবে।’’