Home সংবাদ শাহী সাক্ষাতের পর রাজ্যপালের তোপ, দেশের কোনও নাগরিক বহিরাগত নয়

শাহী সাক্ষাতের পর রাজ্যপালের তোপ, দেশের কোনও নাগরিক বহিরাগত নয়

by Kolkata Today

নয়াদিল্লি, ৯ জানুয়ারি: বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে লাগাতার আক্রমণ করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দেশের রাজধানীতে গিয়ে এই ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বললেন, দেশের কোনও নাগরিক বহিরাগত নয়৷ সবাইকে অবাক করে দিয়ে শুক্রবার দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ধনকড়ের বৈঠক রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের আগেই আরও বড় চমক দেন রাজ্যপাল।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে এদিন হঠাৎই বৈঠক করেন রাজ্যপাল ধনখড়। সন্তোষের বাড়িতে পৌঁছে যান তবে এভাবে প্রটোকলের বাইরে গিয়ে সন্তোষের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের কোনও কারণ এখনও জানা যায়নি।

রাজ্যপালের থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কার্যকলাপ নিয়ে অমিত শাহর কাছে উদ্বেগপ্রকাশ করেন রাজ্যপাল। ঘণ্টাখানেক আলোচনা সেরে বেরিয়ে টুইটে জানিয়েছেন ধনখড়। বৈঠকের পর রাজ্যপাল মুখোমুখি হন সাংবাদিকদের। এদিন রাজ্যপাল বলেন, ‘আমি আইনের বাইরে গিয়ে কোনও কাজ করি না, কেউ করলে তা আমি হতে দেব না।’ তাঁর কথায়, ‘কোনও রাজনৈতিক দলের প্রতি কোনও সমর্থন নেই আমার। কোন রাজনৈতিক দল কী করছে, তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমি স্রেফ রাজ্যের নিরাপত্তা, আইনশৃঙ্খলা আর রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা নিয়েই চিন্তিত।’ পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সব সরকারি কর্মচারীদের নিরাপত্তা দিতে হবে৷ রাজ্যের ভাবমূর্তি উজ্বল করতে হবে৷

Related Articles

Leave a Comment