কলকাতা টুডে ব্যুরো:এই প্রথম বার শিলিগুড়ি পুরনিগমে বোর্ড গঠন করবে তৃণমূল। সোমবার সকালে ভোটগণনা শুরুর কিছু ক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যায়। সেই আবহেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব।
বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। এরপর প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ির গৌতম দেবের রাজনৈতিক ভবিষ্য়ৎ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তবে পুরভোটের ফলাফলে বাজিমাত করলেন গৌতম দেব। আর একমাত্র শিলিগুড়ির মেয়র পদে কে বসবেন তা এদিনই ঘোষণা করে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবং অবধারিতভাবে সেই পদে আর কেউ নন, গৌতম দেব।
এই ঘোষণার পর গৌতম দেব বলেন, “দিদি আমাদের জন্য একটি রূপরেখা তৈরি করে দিয়েছেন, সেটি মেনেই কাজ করা হবে। পানীয় জলের ব্যবস্থা, জলনিকাশি ব্যবস্থা অগ্রাধিকার পাবে। নাগরিকদের অংশগ্রহণ আমাদের কাছে গুরত্ব পাবে। মাথার ওপর দিদি আছেন। প্রার্থী তালিকা ঘোষণার দিন দিদি বলেছিলেন, জয়যাত্রায় যাও হে। আমাদের জীবনের ধ্রুবতারা উনি।”
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata