কলকাতা টুডে ব্যুরো:শুভেন্দু অধিকারীর বিজেপিতে থাকা নিয়ে সংশয় প্রকাশ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শনিবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত এও স্পষ্ট করে দেন, তৃণমূলে শুভেন্দুর জায়গা হবে না।
বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে জেড-ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে বুলেট প্রুফ গাড়িও। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। কী প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঘরে ঢুকে গিয়েছে। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকবেন না’। তাহলে কি ঘর ওয়াপসি? ‘তৃণমূলে নেওয়া হবে না’, স্পষ্ট জবাব ফিরহাদের।
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata