কাঁথি, ১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিন সকালে নন্দীগ্রামের সভা থেকেই শুভেন্দু অধিকারীর ঘোষণা ছিল, বিকেলেই ভাই বিজেপিতে যোগ দেবে। সেই মতো শুভেন্দুর কাঁথির সভামঞ্চে বিজেপিতে নাম লেখালেন সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সহ ১৪ জন নেতা-কর্মী।
দীর্ঘদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে কাঁথির পুর প্রশাসক পদে বসানো হয়েছিল। কিন্তু গত বুধবার আচমকাই সৌমেন্দুকে পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌমেন্দু। বৃহস্পতিবার শুনানির পর মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।
কয়েকদিন আগেই তৃণমূল শিবির থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীর ভাইপো ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান শুভেন্দু। নিজের ভাইকে গেরুয়া শিবিরে টেনে সেই চ্যালেঞ্জেরই জবাব দিলেন নন্দীগ্রামের প্রাক্তন সংসদ।
শুক্রবার বিকেলে সৌমেন্দুকে বিজেপিতে আনার পর কাঁথি থেকে তৃণমূলকে উচ্ছেদের ডাকও দিলেন বিজেপি নেতা শুভেন্দু।