Home ভিডিও ‘শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না,’ অভিযোগ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না,’ অভিযোগ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে মুকুল মামলার ফয়সালা করা হবে৷ বুধবার এমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করলেন। তিনি বলেন,” উনার মতো বিরোধী দলনেতা আমি দেখিনি৷ আইন, বিধানসভা কারও প্রতি বিশ্বাস নেই উনার৷”

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

এ দিন বিধানসভা ভবনে মুকুলের সদস্যপদ খারিজ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে অভিযোগের শুনানি ছিল৷ এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন,”আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি দ্রুত করতে চাই৷ আগামিকালও শুনানির কথা বলেছিলাম৷ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজি হননি৷ তাই শুক্রবার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে৷”

আরও পড়ুনঃ ‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা বিস্ফোরক মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না৷ তিনি নিজেই হতাশ৷ বিধানসভার কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না৷”

Topics

Biman Banerjee  State Assembly Speaker Administration  Kolkata

Related Articles

Leave a Comment