কলকাতা টুডে ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে মুকুল মামলার ফয়সালা করা হবে৷ বুধবার এমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করলেন। তিনি বলেন,” উনার মতো বিরোধী দলনেতা আমি দেখিনি৷ আইন, বিধানসভা কারও প্রতি বিশ্বাস নেই উনার৷”
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
এ দিন বিধানসভা ভবনে মুকুলের সদস্যপদ খারিজ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে অভিযোগের শুনানি ছিল৷ এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন,”আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি দ্রুত করতে চাই৷ আগামিকালও শুনানির কথা বলেছিলাম৷ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজি হননি৷ তাই শুক্রবার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে৷”
আরও পড়ুনঃ ‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা বিস্ফোরক মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না৷ তিনি নিজেই হতাশ৷ বিধানসভার কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না৷”
Topics
Biman Banerjee State Assembly Speaker Administration Kolkata