কলকাতা টুডে ব্যুরো: কেন বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হল, তা জানতে চেয়ে মুখ্যসচিব এবং ডিজিকে সোমবার রাজভবনে তলব করেন জগদীপ ধনখড়।কিন্তু তাঁরা দুজনেই জানিয়ে দিয়েছেন, আইসোলেশনে থাকায় সোমবার যেতে পারবেন না। এর পর রাজ্যপাল শুভেন্দু ইস্যুতে কথা বলতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তলব করেন।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছেন, মুখ্যসচিব এবং ডিজি ইঙ্গিত দিয়েছেন, তাঁরা দুজনেই আইসোলেশনে থাকায় উপস্থিত হতে পারবেন না। সে কারণে তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সমস্ত নথি নিয়ে নির্ধারিত বৈঠকে উপস্থিত হতে।
Re: LOP @SuvenduWB ill treatment
As CS @MamataOfficial & DGP @WBPolice have indicated that they are “in isolation” WB Guv has directed CS to ensure ACS Home & DG to ensure next senior most official,fully updated, be present in scheduled meeting.
CS & DGP to indicate next date https://t.co/kxWMJQCOzm
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 9, 2022
শুক্রবার নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। এই ঘটনার পর রাজ্যপালের কাছে অভিযোগ জানান তিনি।
Topics
Governor Jagdeep Dhankhar Suvendu Adhikary Administration Kolkata