Home রাজনৈতিক শুরুতেই ধাক্কা! বাম-কংগ্রেসের আসন-সমঝোতা বৈঠকে মিলল না রফাসূত্র

শুরুতেই ধাক্কা! বাম-কংগ্রেসের আসন-সমঝোতা বৈঠকে মিলল না রফাসূত্র

by Kolkata Today

কলকাতা, ১৬ জানুয়ারি: সামনেই বিধানসভা ভোট! আর সেই ভোটের লড়াইয়ে ইতিমধ্যে নেমে পড়েছে বিজেপি-তৃণমূল। আর দুই দলকে রুখতে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছে বাম এবং কংগ্রেস। ইতিমধ্যে বাম-কংগ্রেসের জোটে সবুজ সঙ্কেত দিয়েছে হাইকম্যান্ড। কিন্তু আসন সমঝোতার প্রশ্নে ফের দ্বিধাবিভক্ত দই দল।

আসন সমঝোতা করতে রবিবার বৈঠকে বসেন বিমান বসু-অধীর চৌধুরীরা। কিন্তু দিনের শেষে কার্যত ভেস্তে যায় বৈঠক। জানা যায়, ১৩০টি আসনে লড়তে চায় কংগ্রেস। কিন্তু কংগ্রেসকে এতগুলি আসন ছাড়তে নারাজ বামেরা। বরং কেন্দ্র ধরে ধরে আলোচনার পক্ষেই বামেরা। ফলে এদিনের বাম-কংগ্রেস বৈঠকে আসন সমঝোতা নিয়ে কোনও সমাধানসূত্র হয়নি।

তবে আগামিদিনে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই লড়াই চালাতেই এই জোট তা নিয়ে সহমত বাম এবং কংগ্রেস দুপক্ষই। যদিও কংগ্রেস সূত্রে খবর, ৩১ জানুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলার নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

সংখ্যা নয়, যে আসনগুলিতে জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলির ওপর জোর দিতে হবে। উল্লেখ্য, আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেন বাম ও কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বামেদের তরফে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Related Articles

Leave a Comment