Home সংবাদসিটি টকস শুরু বাজেট অধিবেশন, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

শুরু বাজেট অধিবেশন, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার সংসদে শুরু বাজেট অধিবেশন । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হয়।

এদিন সংসদ শুরুর আগে সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদি বলেন, ”এই অধিবেশনে আলোচনা, পাল্টা আলোচনা এবং খোলা মনের বিতর্ক হবে। যার একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমি আশা করছি, সমস্ত দলের সাংসদরা খোলা মনে আলোচনা করবেন এবং দেশের অগ্রগতির জন্য সচেষ্ট হবেন।”

পেগাসাস ইস্যুতে এবারও সংসদ উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একদিকে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী মোদি সরকারের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ জারি করার দাবি জানিয়েছেন। অন্যদিকে সুপ্রিমকোর্টে নতুন করে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা। গত বছর সংসদের বাদল অধিবেশনের একদিন আগে সামনে এসেছিল পেগাসাস স্পাইঅয়্যার কেলেঙ্কারি।

Related Articles

Leave a Comment