Home সংবাদসিটি টকস শুরু হল মাধ্যমিক, পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

শুরু হল মাধ্যমিক, পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘২০২২ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। আত্মবিশ্বাস রেখো, সাফল্য আসবেই’।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এই বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে খাতায়–কলমে পরীক্ষা দিতে হবে। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। গতবারের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজার। সকাল ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি।

এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি। ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।

Topics

Mamata Banerjee CM Madhyamik Students Administration Kolkata

Related Articles