কলকাতা টুডে ব্যুরো: মহানগরের দৈনিক আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারেই হাজার পার করেছে। এই অবস্থায় আর ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বৈঠক বসে কলকাতা পুরনিগমে। বৈঠকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়।যে সব অঞ্চলে অন্তত ৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, সেই জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের আধিকারিকরাও। প্রাথমিক ভাবে শহরের ১৭ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে বৈঠকে, যেখানে ৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ‘নতুন পাম্পিং স্টেশন করে জল জমা সমস্যা দূর করা হবে,’ সাংবাদিক সম্মেলনে বললেন ফিরহাদ
মোট ১৭টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট করা হবে কলকাতায়। সেই এলাকাগুলিই মাইক্রো কন্টেনেমন্ট পয়েন্ট হিসাবে ঘোষিত হবে।মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, প্রয়োজনে কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করা হবে। সেই নিয়ম মেনেই কলকাতা পুরসভার বৈঠকে শুক্রবার কন্টেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
মাত্র এক দিনের ব্যবধানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পেরিয়ে গিয়েছে। তার উপর এখন চলছে উৎসবের মরশুম। রাস্তায় মানুষের ভিড়ের কারণে আরও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
Topics
KMC Covid19 Omicron Health Kolkata