নিজস্ব প্রতিনিধিঃ প্রায় একবছর পর রাজভবনে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাতের আবহেই দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। গত বছর ১৭ ফেব্রয়ারি শেষবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাত, বাগযুদ্ধ চরমে ওঠে মূখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের মধ্যে। রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের দূরত্ব বেড়েছে বই কমেনি। এমন একটা আবহেই মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সাক্ষাৎ ৩২০ দিন পর।
রাজভবন থেকে বেরনোর পর একটি টুইট করেন রাজ্যপাল। সেখানে লেখা ছিল, তাঁদের মধ্যে ‘নববর্ষের শুভেচ্ছা বিনিময়’ হয়েছে। কিন্তু সেই টুইট কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের টুইটার হ্যান্ডল থেকে মুছে ফেলা হয়। নতুন একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী রাজভবনে আসায় সস্ত্রীক আমি শুভেচ্ছা জানিয়েছি।’
তবে তিনি কেন রাজভবনে গিয়েছিলেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ির কাচ নামিয়ে হাত নাড়তে নাড়তে বেরিয়ে যান মমতা।
বুধবার সন্ধ্যায় ঘণ্টাখানেক রাজভবনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে সৌজন্য সাক্ষাৎ করতেই রাজভবন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।