Home ভিডিও ‘সংবিধানের বাইরে একটি শব্দও বলেননি রাজ্যপাল’, মন্তব্য শুভেন্দুর

‘সংবিধানের বাইরে একটি শব্দও বলেননি রাজ্যপাল’, মন্তব্য শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার রাজ্য বিধানসভায় বি আর অম্বেডকরকে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

অতিমারির সময়ে দু’হাজার কোটির দুর্নীতির অভিযোগ করেন রাজ্যপালের। তাঁর অভিযোগ, মা ক্যান্টিন সহ নানা প্রকল্পের তথ্য চেয়েও মেলেনি। সংবিধান ভুলেছেন অফিসাররা। সম্মতি ছাড়াই উপাচার্য নিয়োগ হয়েছে। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের পক্ষে শুভেন্দুর মন্তব্য, ”গণতন্দ্র পশ্চিমবঙ্গে কোথায় আছে, সংবিধান কোথায় পালন করা হয়েছে এসব বিষয়ে রাজ্যাপাল দৃষ্টিপাত করেছেন। উনি সাংবিধানিক প্রঘান কী বলবেন তা আমি বলতে পারি না। তবে আমি যা শুনেছি তাতে মনে হয়েছে উনি একটি শব্দও সংবিধান বিরোধী বলেননি। সংসদীয় ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ুক এমন কিছু তিনি বলেননি।”

বিরোধী দলনেতা আরও বলেন, ”তাঁর আইন সম্পর্কিত জ্ঞান নিয়ে আমার মনে রাজ্যের কেন দেশের কেউ প্রশ্ন তুলতে পারবে না। উনি সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী। তাঁর অতীত অভিজ্ঞতা থেকে উনি জানেন কী করবেন আর কী করবেন না।  রাজ্যপালকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না।”

Topics

Suvendu Adhikary BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment