কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের সঙ্গীত জগত। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে অত্যন্ত শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগৎ আরও অসহায় হল। তাঁর সুরেলা সঙ্গীত পরিবেশন আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও গুণমুগ্ধ ভক্তদের প্রতি আমার সমবেদনা জানাই।”
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।
— Narendra Modi (@narendramodi) February 15, 2022
কিছুদিন আগেই দেশের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেই সময় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কেও ফোন করা হয়েছিল। কিন্তু সেই সম্মান তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গোটা বাংলার শিল্পীসমাজকে একজোট হতে দেখা গিয়েছিল।
Topics
Sandhya Mukherjee Legendary Singer Bengali Songs Entertainment Kolkata