কলকাতা টুডে ব্যুরো: ১২ অক্টোবর দুপুর ২টোয় সশরীরে অভিষেক-জায়াকে উপস্থিত হতে হবে বলে নির্দেশ দিল আদালত।কয়লা পাচার-কাণ্ডে ইডি-র মামলায় অনলাইনে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিতে চেয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর আবেদন গ্রহণ করেনি আদালত।
রুজিরার আবেদন খারিজ করে বিচারক পঙ্কজ শর্মা নির্দেশ দেন, সশরীরেই আদালতে থাকতে হবে তাঁকে। সময় ১২ অক্টোবর দুপুর দুটো। আদালতকে রুজিরার আইনজীবী নিশ্চিত করেন, তাঁর মক্কেল উক্ত দিনে উপস্থিত থাকবেন।
এদিন কয়লা মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে। ভার্চুয়ালি হাজির ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। বলেন, আদালতের নির্দেশ ছিল, রুজিরাকে সশরীরে আদালতে হাজির হতে হবে। সেই নির্দেশ পালন না করার জন্য তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হোক, সওয়াল করেন ইডি-র আইনজীবী। শুনানি শেষে আদালত জানায়, আগামী ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
Topics
Patiala House Court ED Abhishek Banerjee Rujira Banerjee BJP TMC Administration Kolkata