কলকাতা টুডে ব্যুরো:“সাংসদ তহবিলের ৭০ লক্ষ টাকা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার।” সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
ফেসবুক পোস্টে দিলীপ ঘোষের অভিযোগ, “মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় ৭০ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে। যে টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কী? একদিকে সরকার বলে নাকি টাকা নেই। তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে? নাকি টাকাটা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার।”
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ বিরম্বনায় বঙ্গ বিজেপি ,এবার গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা
কয়েকদিন আগেই মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ। তিনি অভিযোগ করেছিলেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ বা এমকেডিএ ছোট কোনও কাজেরও অনুমতি দিচ্ছে না।
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata