Home সংবাদবর্তমান ঘটনা সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারছেন না, টুইট করে সাফাই দিলেন Babul Supriyo

সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারছেন না, টুইট করে সাফাই দিলেন Babul Supriyo

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: তৃণমূলে যোগ দেওয়ার দুই সপ্তাহ কেটে গেলেও এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি বাবুল সুপ্রিয়। এবার এই ধোঁয়াশা কাটাতেই এই বিষয় নিয়ে টুইট করে কারণ জানালেন বাবুল সুপ্রিয়।লোকসভার স্পিকার ওম বিড়লার কাছ থেকে সময় দেওয়া হচ্ছে না। তাই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারছেন না তিনি। এমনই অভিযোগ করে টুইট করলেন বিজেপি-ত্যাগী সাংসদ বাবুল সুপ্রিয় ।
এই প্রেক্ষিতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে স্পিকারকে দেওয়া তাঁর চিঠি তুলে ধরেন বাবুল।তিনি গত ২২ ও ২৩ সেপ্টেম্বর স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন জানিয়ে একটি চিঠির ছবি টুইটারে পোস্ট করেন বাবুল। কিন্তু চিঠির প্রাপ্তিস্বীকারের প্রমাণ স্বরূপ স্পিকারের সই ও তারিখ লেখা থাকলেও কোনও সিল পাওয়া যায়নি। যা নিয়ে বেঁধেছে আরেক বিতর্ক। এর পরিপ্রেক্ষিতে টুইট করে বাবুল লিখলেন,”“আমরা বলতে পারি না কেন স্ট্যাম্পটি নেই। তবে আমি আপনাকে বলতে চাই যে মাননীয় স্পিকারের উচ্চ পদে থাকা কাউকে স্ট্যাম্প লাগানোর জন্য অনুরোধ করাও সৌজন্যপূর্ণ নয়। যখন কেউ সেখানে স্বাক্ষর তারিখ, সময়, স্থান এবং পিএল নম্বর উল্লেখ করে চিঠিটি পাচ্ছেন।”
আর একটি টুইট করে বাবুল লিখেছেন, ‘মাননীয় স্পিকারের উচ্চ কার্যালয়ে আমি সাক্ষাতের সময় চেয়ে আমার চিঠি পাঠাই। স্যরের কার্যালয় থেকে সেই চিঠির একটি প্রাপ্তিস্বীকারও করা হয়েছে। আবারও একই অনুরোধ জানাচ্ছি। সাংসদ সৌগত রায়ও এই মর্মে একটি চিঠি দিয়েছেন।’
Topics
Lok Sabha Speaker  Babul Supryo BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment