কলকাতা টুডে ব্যুরো: একদিকে রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে গত ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার তার পাল্টা সভা করলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাড্ডার সফরের দিনই উত্তর ২৪ পরগনায় অভিষেক। নজরে মতুয়া ভোট।
এদিন অভিষেক বলেন, ‘২ দিন আগে আমার হেলিপ্যাডে জল ঢেলেছিল। আমি যাতে আসতে না পারি তার চক্রান্ত হয়েছিল। আমি কলকাতার, ঘরের লোক, বহিরাগত নই। বহিরাগতদের বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।’ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনার টিকাকরণের পর সিএএ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘১৩০ কোটি মানুষের ভ্যাকসিন পেতে ৯ থেকে ১০ বছর সময় লাগবে। তারপর নাকি নাগরিকত্ব! নাগরিকত্ব তুমি কী দেবে? আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড নেই? যে ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিয়েছেন, যাঁদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে, তাঁরাই নাকি অবৈধ! আপনারা যদি অবৈধ হন, তাহলে নরেন্দ্র মোদী অবৈধ! আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। ২৫০-র বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তুমি করলে চমত্কার, আর আমি করলে বলত্কার।’
অভিষেক বলেছেন, ‘অমিত শাহ আবার দিল্লি থেকে এসে বাংলা দখল করব বলছেন। ২৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। ২ বছর অন্তর হেলিকপ্টারে আসছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি বলছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান। সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান। তুমি সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারোনি কেন? সোনার হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ হয়নি কেন? জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। গলা কেটে ফেললেও ‘জয় বাংলা’ বলব।’
তিনি বলেন, ‘আয়ুষ্মান ভারত ১ কোটি ১২ লক্ষ মানুষের জন্য। অথচ স্বাস্থ্যসাথী বাংলার সবার জন্য। স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান? স্বাস্থ্যসাথী বাংলার সবার জন্য, আয়ুষ্মান ভারত সবার জন্য নয়। আপনার বাড়িতে স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আপনারা এদেশের নাগরিক কিনা তারজন্য প্রমাণ দিতে হবে? নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে, এই ফাঁদে পা দেবেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদের দাম নেই। অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেননি কেন? রাষ্ট্রপতি তফশিলি জাতিভুক্ত বলে রামমন্দির উদ্বোধনে ডাকা হয়নি।’
সম্প্রতি অভিষেকের বাড়িতে তাঁর স্ত্রী-কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর টিম পৌঁছায়। সেই প্রসঙ্গ টেনে এদিনের সভা থেকে তিনি বলেন, ‘সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স যা পারেন লাগিয়ে দিন, ভয় দেখিয়েও দমাতে পারবেন না। যাকে খুশি পাঠান। মেরুদণ্ড বিক্রি করব না। তুমিও মানুষ, তফাৎ শুরু শিরদাঁড়ায়। যা করার করে নাও, আঙ্গুল ছুঁইয়ে মানুষ গণতান্ত্রিক উপায়েই জবাব দেবে।’