কলকাতা টুডে ব্যুরো: সিবিআই দফতরে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁরা সেখানে যান। আইকোর চিটফান্ড কাণ্ডে ডেকে পাঠানো হয়েছিল।
এদিন শোভন চট্টোপাধ্যায় জানান, তাঁকে সিআরপিসির ১৬০ অনুযায়ী সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল এদিন। তাঁকে ডাকা হয়েছিল আইকোর চিটফান্ড মামলার তদন্তে। তিনি মেয়র থাকার সময়ে দক্ষিণ কলকাতার উত্তমমঞ্চ কেনার তদন্তেই তাঁকে জিজ্ঞাসাবাদ। শোভন চট্টোপাধ্যায় বলেন, উত্তরকুমারের প্রতি ভালবাসা আর সেন্টিমেন্টে ভাই তরুণ কুমার-সহ অন্যরা মিলে উত্তর মঞ্চ তৈরি করেছিলেন। সেই মঞ্চ বিক্রি হয়ে যাচ্ছে শুনে মেয়র হিসেবে হস্তক্ষেপ করেছিলেন। আইকোর সেটি হস্তগত করেছিল। তাদের হাত থেকে মঞ্চ ছাড়াতেই আর সেখানে বহুতল হওয়া আটকাতে উদ্যোগ নেয় কলকাতা পুরসভা। সেখানে বহু টাকা খরচ করে আধুনিক করে তোলা হয়েছিল হলটিকে। সেই বিষয়ে তাঁকে যা প্রশ্ন করা হয়েছিল তিনি তার উত্তর দিয়েছেন।
ভবানীপুরের ভোট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভোটদান চলছে। মানুষই বলে দিচ্ছে, মানুষই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি। ভবানীপুরের ফল কী হতে পারে, এই প্রশ্নের উত্তর শোভন চট্টোপাধ্যায় বলেন, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। ভবানীপুরের মানুষ, স্বাভাবিকভাবেই কলকাতার মানুষ তাঁরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে, তাঁদের রায় দিচ্ছেন। তাঁদের চিন্তার অভিব্যক্তি ব্যালট বক্সে প্রতিফলিত হবে। সবাই তখন জানতে পারবেন।
Topics
Sovan Chatterjee Baishakhi Banerjee BJP TMC Administration Kolkata