পুনে, ২১ জানুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ড পুনের সেরাম ইনস্টিটিউটে। বৃহস্পতিবার দুপুর থেকে পুনের মঞ্জরী এলাকায় ওই ইনস্টিটউটের অফিসে আগুন লাগে। দমকলের ১৮টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর থেকে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পুনের মেয়র এই পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে।
সিরাম ইনস্টিটিউটটি বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে।
তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধক ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ জানানো হয়েছে, প্রশাসনিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।