কলকাতা টুডে ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও বাসন্তীতে বাজার ‘লকডাউন’-এর সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। এলাকায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ করোনা আবহে পুলিশের বিশেষ উদ্যোগ,মাস্ক ছাড়াদের ধরপাকড়
সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। আজ সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন পুলিশের। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করলেন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি । প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র এমারজেন্সি পরিষেবা চালু থাকবে। বাসন্তীতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় বাসন্তী ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাসন্তী সোনাখালী শিবগঞ্জ সহ আশেপাশের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে পাঁচ দিন বাজার বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত সাংসদ- অভিনেতা দেব ও সঙ্গিনী রুক্মিণী
২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই বাসন্তী ব্লকের বাসন্তী বাজার, সোনাখালি বাজার, ভরতগড় বাজার, ঝড়খালি বাজার সহ আরও বেশ কিছু বাজার আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চলবে এই লকডাউন। এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata