Home সংবাদবর্তমান আপডেট সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলতে পারে। সন্ধ্যা সাতটার পর সব লোকাল ট্রেন বন্ধ থাকবে।বাকি সময়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে পরিষেবা। তবে চলবে দূরপাল্লার ট্রেন।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

রবিবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি জানিয়েছেন, ফের করোনা সংক্রমণ বাড়ার কারণে রাজ্যে জারি করা হচ্ছে একাধিক বিধি-নিষেধ।

আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১

লোকাল ট্রেনের পাশাপাশি আগামিকাল থেকে ৫০ শতাংশ যাত্রী  নিয়ে চলবে মেট্রোও।সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন।বলা হয়েছে, লোকাল ট্রেনের প্রতিটি বগিতে যতগুলি আসন থাকে তার অর্ধেক যাত্রী উঠতে পারবেন। পাশাপাশি আসনে বসে সফর করা যাবে না। একটি করে আসন ছেড়ে বসতে হবে ট্রেনে।সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে আপাতত। স্কুল, কলেজও বন্ধ থাকবে। এর ফলে লোকাল ট্রেনের উপরে যাত্রী চাপও কমবে বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

লোকাল ট্রেন ছাড়াও একাধিক বিষয়ে জারি করা হয়েছে বিধি নিষেধ। চিড়িয়াখানায় সহ বিভিন্ন পর্যটন স্থান গুলি বন্ধ করা হল অনির্দিষ্টকালের জন্য। তাছাড়া বিউটি পার্লার স্পা সেলুন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Topics

Covid19 Omicron  Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment