Home ভিডিও স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার ডানকুনি পাঠভবন স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন অভিভাবকরা। তাদের বক্তব্য স্কুল কর্তিপক্ষ মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে স্কুল ফি বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাবোর্ডের অনুমোদন থাকা সত্ত্বেও স্কুলে কোন পরিচালন কমিটি নেই, ফলে অভিভাবক,টিচার এবং নন-টিচিং স্টাফদের মতামত প্রকাশের কোনো স্থায়ী পটভূমি নেই। তারই প্রতিবাদে শুক্রবারের এই কর্মসূচি। স্কুল কর্তৃপক্ষকে অভিভাবক ফোরামের তরফ থেকে আলোচনা করার জন্য বারংবার আবেদন করা সত্ত্বেও, ভারা আলোচনার প্রস্তাবে কোনো গুরুত্ব দিতে নারাজ। তাই অভিভাবক ফোরাম গণ-আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে।
তাই অভিবাবকদের তরফ থেকে কর্তৃপক্ষের কাছে দাবিগুলো হল

১) অভিভাবকদের নিয়ে অবিলম্বে স্কুল পরিচালন কমিটি গঠন করতে হবে

২) মহামান্য কোর্টের রায় কে অমান্য করে অনৈতিকভাবে ফিস বৃদ্ধি করা চলবে না।

৩) ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুলের মেন গেটে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।

৪) পাঠভবনের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আনন্দের সঙ্গে পাঠদানের ব্যবস্থা করতে হবে।

৫) অভিবাবক, টিচার ও নন টিচিং স্টাফেদের মতামত প্রকাশের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে স্থায়ী কমিটি গঠন করতে হবে

৬)স্কুলের প্রশাসনিক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান কর্তৃক অবিলম্বে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে হবে

Topics

Schools Protest Agitation Fees Hike  Administration  Kolkata

Related Articles