নিজস্ব প্রতিনিধিঃ অ্যাঞ্জিওপ্লাস্টি করে হৃদযন্ত্রে দুটো স্টেন্ট বসানোর পর স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গত রাতে কোনও সমস্যা হয়নি তাঁর। ঠিকঠাক ঘুমিয়েছেন মহারাজ। শুক্রবার সকালে তাঁকে ফের পরীক্ষা করেন চিকিৎসকরা। শরীরের সমস্ত মাপকাঠি স্বাভাবিক। সৌরভকে জেনারেল বেডে দেওয়া হয়। সব ঠিকঠাক থাকলে রবিবার ছুটি পেতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট।
সুস্থ হওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে বুধবার ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলকাতায় আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভকে দেড়ঘণ্টা ধরে পরীক্ষা করেন তিনি। ওই দিন বিকেলেই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপরেই দুটি স্টেন্ট বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রে।
প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বেরনোর সময় দেবী শেঠি জানান, ‘গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভ স্থিতিশীল রয়েছে। কোনও সমস্যা হয়নি।’
এদিকে বৃহস্পতিবার স্টেন্ট বসানোর পরই সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ও সৌরভের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে হাসপাতাল থেকে বেরিয়ে মুখমন্ত্রী বলেন, সৌরভ ভাল আছেন।