Home সংবাদবর্তমান ঘটনা স্বামীজীকে শ্রদ্ধা মোদি- মমতা-ধনখড়ের

স্বামীজীকে শ্রদ্ধা মোদি- মমতা-ধনখড়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: স্বামী বিবেকানন্দের জন্মদিন ‘জাতীয় যুব দিবস’ হিসাবে পালিত হয়। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, আধ্যাত্মিক ও সামাজিক নেতা। তাঁর জন্মবার্ষিকীকে যুব দিবস হিসেবে পালন করে গোটা দেশ। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম কারও কাছে গোপন নয়। তিনি কখনই মানুষকে সাহায্য করতে পিছপা হননি, মানুষের সেবা করাকে তিনি ঈশ্বরের উপাসনার সমান মনে করতেন। স্বামী বিবেকানন্দ আজও কোটি কোটি যুবকদের অনুপ্রাণিত করে চলেছেন। আসুন জেনে নিই তার কিছু চিন্তাভাবনা এবং জীবনের উৎস এবং অনুপ্রেরণামূলক চিন্তা যা জীবনে শক্তি যোগায়।

এই বিশেষ দিনে টুইট করে তার প্রতি শ্রদ্ধা জানালেন অনেকেই।এদিন টুইট করে মোদী বলেন স্বামী বিবেকানন্দ আমাদের সকলের অনুপ্রেরণা। তিনি ভারতের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আধুনিক ভারত গঠনের জন্য তাঁর দৃষ্টিভঙ্গী ছিল সঠিক। আধুনিক ভারতের রূপকার ছিলেন তিনি। যুব সমাজের পথের দিশা দেখিয়ে তিনি দেশ গড়ার বার্তা দিয়েছিলেন। তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রত্যেককে একযোগে কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন স্বামী বিবেকানন্দকে। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন স্বামীজির বাণী— ‘‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’’

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবস। আশা করব রাজ্য সরকার যুব প্রতিভাকে তুলে ধরার এবং কাজে লাগানোর চেষ্টা করবে।’এর পরেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি পঙ্‌ক্তিও উল্লেখ করেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ এই পঙ্‌ক্তির মধ্য দিয়েই তিনি রাজ্যে একটা ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার ইঙ্গিতও দিয়েছেন।

Topics

Swami Vivekananda PM Modi  Mamata Banerjee Tribute  Administration  Kolkata

Related Articles

Leave a Comment