কলকাতা টুডে ব্যুরো: স্বাস্থ্য দফতরে কার্যত করোনা ঝড়। স্বাস্থ্য ভবনে ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও শতাধিকেরও বেশি আধিকারিক থেকে স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার জন্যে নমুনা পাঠানো হয়। প্রাথমিক ভাবে ৬৬ জনের রিপোর্ট এসেছে। এমনকি জ্বর এসেছে খোদ স্বাস্থ্য কর্তা অজয় চক্রবর্তীরও। আরও বেশ কয়েকজন স্বাস্থ্য আধিকারিকের শরীরে উপসর্গ দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় কীভাবে স্বাস্থ্য ভবন চলবে তা নিয়ে উদ্বিগ্ন আধিকারিকরা।
এক লাফে অনেকটা বেড়ে গেল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৪,০২২। মৃত্যু ১৭ জনের। করোনা পরীক্ষা এক ধাক্কায় অনেকটা বাড়তেই সংক্রমনের হারও পাল্লা দিয়ে বেড়েছে। দেশের মধ্যে কলকাতাতেই করোনার পজিটিভি সবথেকে বেশি, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত সাংসদ- অভিনেতা দেব ও সঙ্গিনী রুক্মিণী
১৪ হাজারের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ৬,১৭০। মৃত্যু হয়েছে ৫ জনের। ১০০০ থেকে বেড়ে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২,৫৪০।মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়ায় আক্রান্ত ১,২৮০। মৃত্যু হয়েছে ২ জনের। সংগৃহীত ছবি।