Home সংবাদ ‘হিন্দু বিরোধী তকমা থেকে বাঁচতেই গঙ্গাসাগর মেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী,’ কটাক্ষ সুকান্তর

‘হিন্দু বিরোধী তকমা থেকে বাঁচতেই গঙ্গাসাগর মেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী,’ কটাক্ষ সুকান্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: “হিন্দু বিরোধী তকমা থেকে বাঁচতেই গঙ্গাসাগর মেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী।” রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’‌, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ

সুকান্ত মজুমদার বলেন, “জনগণের স্বার্থের কথা ভেবেই রাজ্য সরকারকে গঙ্গাসাগর মেলার সিদ্ধান্ত নেওয়া উচিত। নির্বাচনের আগে হলে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা বন্ধ করে দিতেন। কিন্তু উনি জানেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট উনি পাননি তাদের সন্তুষ্ট করতে গঙ্গাসাগর মেলা উনি করছেন।”

আরও পড়ুনঃ ‘আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হতে পারে,’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

এদিন সুকান্তবাবু বলেন, “রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী দশা। মুখ্যমন্ত্রী বিধায়কদের বলে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ায় আগামী ২ বছর টাকা দিতে পারব না। রাজ্যের শিক্ষকরা ডিএ পান না। কেন্দ্র – রাজ্যের ডিএর ফারাক সব থেকে বেশি এই রাজ্যে। এরাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থা সব থেকে খারাপ”।

আরও পড়ুনঃ এবার কোভিড পজিটিভ অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী

সুকান্তবাবু বলেন,”খবরে দেখলাম বড়দিনে মদ বিক্রি করে প্রচুর আয় হয়েছে। সেই টাকা এখনো খরচ করতে পারেন। মদই তো রাজ্যের ভবিষ্যৎ।”

Topics

Mamata Banerjee  Sukanta Majumdar BJP TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment