নিজস্ব প্রতিনিধিঃ ভোট যত এগিয়ে আসছে লড়াইয়ের তেজ, উত্তেজনার পারদ চড়ছে। ২২ ফেব্রুয়ারি হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডানলপের যে মাঠে মোদী সভা করবেন, দুদিন পর ২৪ ফেব্রুয়ারি একই মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের নেতারা মাঠ পরিদর্শন করেছেন।
হুগলি নিয়ে চাপে শাসকদল। লোকসভা ভোটে জেলার মাত্র একটি আসন বিজেপি পেয়েছে। তার উপর এই জেলায় গোষ্ঠী কোন্দলও বেশি। সিঙ্গুরে বেচারাম মান্না ও প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কোন্দল আরও চড়া মেজাজে।
উত্তরপাড়ার বিধায়ক তথা মমতার ৪২ বছরের পরিচিত প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মোদীর পাল্টা সভা করে হুগলিতে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে যাচ্ছেন মমতা।
কয়েকদিন আগেই নাকি হুগলির নেতাদের ডেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে জানিয়ে দেন, এবার থেকে তিনিই হুগলির সংগঠন দেখবেন।