নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের দ্বিতীয় দিনেই দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শনিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট থাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সকালবেলায় বাড়িতে জিম করার সময় পিঠে, ঘাড়ে ব্যথা অনুভব করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল, চোখে অন্ধকার লাগছিল। কিছুক্ষনের জন্য ব্ল্যাকআউট হয়ে যান। এরপরেই সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌরভের কাকা দেবাশিস গাঙ্গুলি কলকাতা টুডে-কে বলেন, ‘ওর হৃদযন্ত্রের সামান্য সমস্যা রয়েছে। তবে ও এখন ভাল আছে। সৌরভ স্থিতিশীল।’ হাসপাতালে আছেন স্ত্রী ডোনাও।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভের অ্যানজিওগ্রাম করা হবে। তারই প্রস্তুতি চলছে। সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকলেও ইসিজি রিপোর্টে ধরা পড়ে সৌরভ মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমনিতে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সৌরভ। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’ সৌরভের খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তাঁর শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।