কলকাতা টুডে ব্যুরো: ফের হোয়াটসঅ্যাপ বিদ্রোহ বিজেপিতে।এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি যুব মোর্চার সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রবিবার বেরিয়ে গেছেন তিনি।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকার পরে কিছুদিন আগেই তিনি যোগদান করেন বিজেপিতে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে তাঁর এই গ্রুপ লিভ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও কী কারনে তিনি এই গ্রুপগুলি ছেড়েছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
কিছুদিন আগেই খড়গপুরের বিধায়ক হিরণ গ্রুপ লিভ করেন। যদিও তিনি কোনও রাখঢাক না করেই বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগ্রে দেন।বিজেপিতে তীব্র অসন্তোষ জারি রয়েছে গোটা রাজ্যজুড়েই। শুধু মতুয়া-গড় নয়, উত্তর ২৪ পরগনা তথা বনগাঁ সাংগঠনিক জেলার বাইরেও বিজেপিকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরের বিধায়করাও বিদ্রোহী হয়ে উঠেছিলেন।
Topics
Sankudeb Panda BJP TMC Administration Kolkata