কলকাতা টুডে ব্যুরো: “সব কিছু ঠিকঠাক থাকলে ১০ জানুয়ারির মধ্যে আবার এই কঠিন পরিস্থিতিটা কেটে যাবে।” রাজ্যে কর্নার পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
স্কুলের টিকাকরণ কর্মসূচি পরিদর্শনে সোমবার চেতলার স্কুলে যান মেয়র। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হয়। তখনই ফিরহাদ হাকিম বলেন, “আজকেই কনটেইনমেন্ট জোনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। কনটেইনমেন্ট জোনের বিষয়টি রিভিউ করা হবে রোজ। প্রয়োজনে সংখ্যা বাড়তে পারে। আমরা কিছু সেফ হোমও খুলছি। এখন যে ওয়েভ এসেছে তাতে মানুষ ৫ দিনে সুস্থ হয়ে যাচ্ছেন।”
আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন
তিনি বলেন, “গাঁটে ব্যথা, জ্বর হচ্ছে, হালকা কাশি হচ্ছে। তবে এর সাথে ডেলটা টাও রয়েছে। তাই আমাদের আরও সাবধানে থাকতে হবে। উত্তীর্ণকেও সেফহোম করা যায় কিনা সে বিষয়ে কথা বলছি। দু-তিন দিনের মধ্যে সেভ হোম খুলে যাবে।সব কিছু ঠিকঠাক থাকলে ১০ জানুয়ারির মধ্যে আবার এই কঠিন পরিস্থিতিটা কেটে যাবে ।”
সোমবার থেকেই কলকাতায় ঘোষণা হয়ে যাবে কনটেইনমেন্ট জোন। জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এদিন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Topics
Firhad Hakim Mayor Covid19 Vaccine Administration Kolkata