Home সর্বশেষ সংবাদ ১২ হাজার মাদ্রাসা পরীক্ষার্থীদের মুখোমুখি কলকাতা হাই কোর্ট

১২ হাজার মাদ্রাসা পরীক্ষার্থীদের মুখোমুখি কলকাতা হাই কোর্ট

by Web Desk

শনিবার, কলকাতার হাইকোর্ট ১২০০০ মাদ্রাসা পরীক্ষার্থীর ভবিষ্যত সম্পর্কে একটি মামলার শুনানি শুরু করেছে। দুপুরের পর ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা বসু চৌধুরী মামলার কার্যক্রম শুরু করেন। রবিবার ১লক্ষ্ ৭৪ হাজার প্রার্থীর , মাদ্রাসা বোর্ডের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়ার কথা।

বিভিন্ন ত্রুটির কারণ দেখিয়ে প্রায় ১২০০০ আবেদনকারীর আবেদন মাদ্রাসা নিয়োগ বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েকজন আবেদনকারী বোর্ডের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন। পরীক্ষার দিন পেরিয়ে গেলে আর সেই মামলার কোনো যুক্তিযুক্ত কারণ থাকবে না তাই আজ সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু কেন বাতিল হলো এই ১২০০০ আবেদন? তা জানাতে কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় যেখানে চারটি কারণ উল্লেখ করা হয়েছে আবেদন বাতিলের জন্য। প্রথমত একজন নিয়োগের জন্য একাধিক আবেদন জমা পড়েছে , দ্বিতীয়ত স্নাতক-স্তরের গ্রেড বা নম্বর কিছুই উল্লেখ করেননি , তৃতীয়ত মাদ্রাসাতে যে ভাষায় পড়ানো হয় সেই ভাষা প্রার্থীদের ভাষার সাথে নাকি মেলেনি এবং প্রার্থীদের স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর ৫০ শতাংশেরও কম ও বিএড এর তারিখও ভুল। তবে কমিশনের এই দাবি মানতে নারাজ চাকরিপ্রার্থীরা সেই নিয়েই মামলা শুরু হয়েছে হাইকোর্টে। আর সেই মামলারই জরুরি শুনানি আজ।

Related Articles

Leave a Comment