কলকাতা টুডে ব্যুরো: ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের কোভিড ভ্যাকসিন দিল আমগাছিয়া অভয় চরণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কোভিড ভ্যাকসিন দেওয়া কাজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর ।
রাজ্যের অন্যান্য জেলা গুলোর সাথে সোমবার পৈলান এলাকার অভয় চরণ বিদ্যাপিটে(উঃচঃ) এছাড়াও বিভিন্ন স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সের পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল।যার উদ্বোধন করেন সম্মানীয় জেলাশাসক পি উল্গা নাথন, সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। সকাল থেকেই স্কুলে হাজির 15 থেকে 18 পর্যন্ত বর্ষের ছাত্র ছাত্রীরা। ভ্যাকসিন পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
বিদ্যালয়ের প্রতি ঘর গুলিতে ভ্যাকসিন দেবার আগে জীবাণুনাশক জীবাণুমুক্ত করে দেওয়া হয় বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের পক্ষ থেকে ।এছাড়াও উপস্থিত ছিলো এসডিও, ডিএসপি, জেলা পরিষদ সদস্য সদস্যাগন ।সূত্র মারফত জানা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে 15-18 বছর বয়সী ছাত্র ছাত্রী দের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে এমনই জানিয়ে ছিলেন ঠিক সেই মতো ভ্যান সিন দেওয়ার কাজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর ।
Topics
Covid19 Vaccine Students Health Kolkata