Home সংবাদসিটি টকস ১৫-১৮-র জন্য স্কুলে দেওয়া হবে কোভিড টিকা

১৫-১৮-র জন্য স্কুলে দেওয়া হবে কোভিড টিকা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার থেকে কলকাতার বিভিন্ন স্কুলে শুরু হবে টিকাকরণ ক্যাম্প। পর্যাপ্ত জায়গা রয়েছে এমন স্কুলগুলিতে খোলা হবে ক্যাম্পগুলি। সেই স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের সেখানে এসে বিনামূল্যে টিকা নিতে হবে।১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ প্রসঙ্গে জানালেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে, আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী!’ আক্রমণ শমীকের

সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ। অপ্রাপ্তবয়স্কদের টিকাকরণের অভিযান শুরু হবে পশ্চিমবঙ্গেও।রাজ্যের কাছে প্রায় ১.৫ লক্ষ টিকা মজুত রয়েছে বলেও জানান ফিরহাদ।

কলকাতায় ২৭টি সেন্টার ও স্কুলে ১৫-১৮ বছর বয়সীদে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন প্রতিদিন ১৬টি বোরোর ১৬টি স্কুলে যাতে টিকা দেওয়ার ব্যবস্থা করা যায় তার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার পরিকাঠামো ইতিমধ্যেই কলকাতা পুরসভা তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি।

Topics

Firhad Hakim Mayor  Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment