কলকাতা টুডে ব্যুরো: শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৬২,১২৫টি , করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৩,৫১৩টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ৫.৬৫ শতাংশ। শুক্রবারের বুলেটিনে রাজ্যে সংক্রমণের হারছিল ৬.১৫ শতাংশ। অর্থাৎ এক দিনে রাজ্যে সংক্রমণের হার ০.৫ শতাংশ সংক্রমণ কমেছে।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এদিন কলকাতায় সংক্রমণ কমে হয়েছে ৪৫৯, উত্তর ২৪ পরগনায় ৪৩৩, দক্ষিণ ২৪ পরগনায় ২১২, বীরভূমে ১৯২, নদিয়ায় ২০৭। রাজ্যের বাকি জেলায় সংক্পমণ ২০০-র নীচে। এদিন রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯.৯০ লক্ষ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। উত্তর ২৪ পরগনায় ১০, দক্ষিণ ২৪ পরগনায় ৫, হুগলিতে ৪ ও কলকাতায় ৩ জন আকরোনা আক্রান্ত অবস্থায় প্রয়াত হয়েছেন। উত্তরবঙ্গে এদিন মোট মৃত্যু ৫। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,৫৫০।এদিন রাজ্যে সুস্থ হয়েছেনম ১১,২৮৮।
Topics
Bengal Covid19 Vaccine Health Administration Kolkata