কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় বাংলায় একধাক্কায় কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে দৈনিক মৃত্যুও। অনেকটা নেমেছে দৈনিক সংক্রমণের হারও।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩২০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। পজিটিভিটি রেট ১.২৯ শতাংশ। কমেছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৩ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় কলকাতায় মাত্র ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে সংক্রমণের নিরিখে একেবারে প্রথম স্থানে নর্থ ২৪ পরগণা। সেখানে ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর মুর্শিদাবাদে মাত্র একজন করোনা আক্রান্ত।
Topics
Bengal Covid19 Vaccine Heath Kolkata