কলকাতা টুডে ব্যুরো: আপাতত সোশ্যাল মিডিয়ার সঙ্গত্যাগ করলেন কামারহাটির বিধায়ক। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানিয়েছেন, ”আমার কাছে নির্দেশ এসেছে, ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক কর, তাহলে তোমার ফেস-লুকের যে গ্ল্যামার, সেটা নষ্ট হয়ে যাবে। ৩০ জুন পর্যন্ত ফেসবুক-ইনস্টাগ্রাম খতম”।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
তিনি বলেন,”তৃণমূল কংগ্রেসই আমার কাছে সব। দলের জন্যই আমার ফেসবুক, ইনস্টা লোকে দেখে। মদন মিত্র বলেও দেখে না, এমএল বলেও দেখে না। তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীর মতো আমার কথা শোনে। মদন মিত্র এখন আর ফেসবুক, ইনস্টাগ্রাম করবে না। তবে কোনও প্রোগ্রাম, আন্দোলন, তৃণমূলের কোনও প্রচার হলে, আমার ডিজিটাল টিম প্রচার করবে। এর বাইরে সোশাল মিডিয়ায় সক্রিয় দেখা যাবে না। দল যেভাবে নির্দেশ দেবে, সেভাবে চলব”।
আরও পড়ুনঃ গোয়া থেকে দেবেন্দ্র ফড়নবীশকে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কয়েকদিন আগে দলের শৃঙ্খলারক্ষা সংক্রান্ত বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে বিতর্ক জড়িয়েছিলেন মদন মিত্র। সেই ঘটনার জেরে কি এই নির্দেশ আসলো মদন মিত্রের কাছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata