কলকাতা টুডে ব্যুরো: জীবনের ৩৫ টা বসন্ত পেরিয়ে আজ ৩৬-তে পা দিলেন দীপিকা। ঘড়ির কাটা রাত ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বার্থডে গার্ল দীপিকা পাড়ুকোনকে সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছে।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে এদিন প্রকাশ করা দীপিকার আসন্ন ছবি ‘গেহরাইয়া’র একগুচ্ছ নতুন পোস্টার। সঙ্গে দেওয়া হল একটা জরুরি আপটেডও।
এদিনই ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করলেন নায়িকা। লিখলেন, ”যাঁরা আমাদের এত ভালবেসেছেন তাঁদের জন্য জন্মদিনে একটা ছোট্ট উপহার।” স্বাভাবিক ভাবেই চোখের নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। শকুন বাত্রা পরিচালিত এই ছবিটি জানুয়ারির শেষ সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই দিন খানিক পিছিয়ে করা হল ১১ ফেব্রুয়ারি। হলে নয়, ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইমে। ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা জেগেছে।
পাড়ুকোন, ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে, কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে উঠেন। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন। তিনি শীঘ্রই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান, এবং ঐশ্বরিয়া কন্নড চলচ্চিত্রে নামমাত্র চরিত্রে ২০০৬ সালে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।
২০১২ সালের বক্স অফিস হিট ককটেল পাড়ুকোনের কর্মজীবনের সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়, যা তাকে সমালোচকদের কর্তৃক প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন এনে দেয়।
২০১৭ সালে তিনি রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর “গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা” ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Topics
Deepika Padukone Bollywood Celebrity Entertainment Kolkata