Home খেলাধুলাফুটবল ৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মরসুমের দ্বিতীয় ডার্বিতে ৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। তবে আজকের ম্যাচে মোহনবাগানের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু কিয়ান নাসিরি মাঠে নামার পর থেকেই বদলে গেল সবুজ মেরুনের ভাগ্য। ডার্বিতে হ্যাটট্রিক করে মাঠ ছাড়লেন জামশিদ পুত্র।

 

ফের টিমকে এগিয়ে দিলেন কিয়ান। নিজের হ্যাটট্রিকটাও করে ফেললেন পরিবর্তন হিসেবে নামা ২১ বছরের ফুটবলার। শেষ ৫ মিনিটে দু’গোল তাঁর।

১০ মিনিটেই আহত হয়ে উঠে যান অঙ্কিত মুখোপাধ্যায়। শুভাশিস বসুর ফাউলে আহত হন অঙ্কিত। তাঁর জায়গায় অমরজিৎ সিং কিয়ামকে মাঠে নামান এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। ১৬ মিনিটে নাওরেম মহেশ সিং-এর শট গোলের কিছুটা বাইরে দিয়ে যায়। ১৯ মিনিটে মার্সেলো একা অমরিন্দরকে পেলেও গোল করতে পারেননি। তাঁর শট দ্বিতীয় পোস্টের বাইরে চলে যায়। একবার লিস্টন কোলাসো সুযোগ পেলেও গোল করতে পারেনি এটিকে মোহনবাগান। তাঁর শট অরিন্দম ভট্টাচার্য হাত দিয়ে চাপড় মেরে গোল বাঁচান। সুযোগ পেয়েছিলেন ডেভিড উইলিয়ামসও। সহজ সুযোগ হাতছাড়া করেন এটিকে মোহনবাগান অধিনায়ক প্রিতম কোটাল। গোল পায়নি এসসি ইস্টবেঙ্গলও।

অতিরিক্ত সময়ের শেষ দুই মিনিটে নাটক জমা ছিল। আরো দুটো গোল করলেন কিয়ান। আজকের রাতের বাদশা এই তরুণ ফুটবলার। ভারতীয় ফুটবলের এক নতুন তারার জন্ম হল বলা যায়। বিখ্যাত বাবার ছেলে নতুন স্বপ্ন দেখালেন।

Topics

ISL  SC East Bengal ATK Mohunbagan Football Sports  Kolkata

Related Articles

Leave a Comment