কলকাতা টুডে ব্যুরো: করোনা বিধিনিষেধে আংশিক ছাড়। আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো। রাত ১০টা পর্যন্ত পার্লার ও সাঁলো খোলা থাকতে পারে বলে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্রের খবর, বিউটি পার্লার ও স্যাঁলোর কাজের সঙ্গে যুক্ত মানুষরা এক যোগে আবেদন জানান রাজ্য সরকারের কাছে। তারপরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও ফের করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু
প্রসঙ্গত, শুক্রবারও রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণ গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ১৮ হাজারের বেশি মানুষ। কলকাতা শহরে পজিটিভিটি রেট ৪০ ছুঁই ছুঁই।