কলকাতা টুডে ব্যুরো: দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে পালন হল কলকাতার রেড রোডে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জাগদীপ ধনখড়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে সেই ট্যাবলোই প্রদর্শিত হল রেড রোডে। দর্শকাসন থেকে হাত জোড় করে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ রেড রোডে পৌঁছে যান মমতা। হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । উভয়ের সৌজন্য সাক্ষাৎও হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। কোভিডবিধির কথা মাথায় রেখে এবার ভিড় এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই দর্শকদের প্রবেশের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। ভিআইপি সংখ্যাও ছিল কম। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
রেড রোডের কুচকাওয়াজে নজর কাড়ল কেন্দ্রের বাতিল নেতাজি ট্যাবলো। রীতি মেনে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করলেন। এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মমতা বন্যো, পাধ্যায়। তারপর শুরু হল রেড রোডের কুচকাওয়াজ। উল্লেখ্য, রাজধানী দিল্লি ছাড়া একমাত্র কলকাতায় সেনা-কুচকাওয়াজ হয় সাধারণতন্ত্র দিবসে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ, পূর্বাভাস হাওয়া অফিসের
মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির মূর্তির মাল্যদান করেন। রাজ্যপালন জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন। তারপরই নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
Topics
India Republic Day Celebration Administration Kolkata