Home রাজনৈতিক ৭ মার্চ ব্রিগেডে মোদী, আজ বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী

৭ মার্চ ব্রিগেডে মোদী, আজ বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে: ২২ জানুয়ারি হুগলির ডানলপের সাহাগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন খবর, ২৮ ফেব্রুয়ারি ফের বঙ্গ সফরে আসতে পারেন মোদী। সেদিন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করতে পারেন।তারপর ৭ মার্চ ব্রিগেডে বিজেপি-র মেগা সভা মোদীর। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপি তাদের শক্তিপ্রদর্শন মোদীকে সামনে রেখেই করবে বিজেপি। একইসঙ্গে মোদীর ব্রিগেড দিয়েই বিজেপি-রপরিবর্তন যাত্রার সমাপ্তি হবে। সেদিন বিজেপি-র রথযাত্রা নবান্ন পর্যন্ত যেতে পারে।

এদিকে, শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বৃহস্পতিবার এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

সকাল সাড়ে ন’টা নাগাদ শান্তিনিকেতন ক্যাম্পাসের আম্রকুঞ্জে সমাবর্তন শুরু হবে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে খুবই সীমিত সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বীরভূমের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী। গত বছরের ২৪ ডিসেম্বরের বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেষবার শান্তিনিকেতনে এসেছিলেন ২০১৮-র মে মাসে। আচার্য হিসেবে সেবারই প্রথম বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়েছিলেন তিনি। ওই বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Related Articles

Leave a Comment