Home বিনোদনবলিউড Bollywood এর খবর এক নজরে

Bollywood এর খবর এক নজরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:নিতু-বরুণ-অনিলের পোস্ট

‘যুগ যুগ জিও’ ছবি দিয়ে ফের বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী নীতু কাপুর। ছেলে বিয়ে দিয়ে, স্বামী শোক ভুলে রুপোলি পর্দায় ফেরার জন্যে প্রস্তুত তিনি। আর এই ছবির ট্রেলার প্রকাশের কয়েকদিন আগেই নীতু এবং তাঁর সহ-অভিনেতা অনিল কাপুর এবং বরণ ধাওয়ান তাঁদের বিয়ের ছবি দিয়ে একই রকম ক্যাপশন লিখেছেন। তাঁদের বক্তব্য, ‘বিয়ের পর সবকিছু বদলে যায়।’ তবে এক্ষেত্রে কিয়ারা আদভানির মনে সংশয় আছে।কিয়ারা, এই ছবির অবিবাহিত সদস্য।বাবা মায়ের বিয়ের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এখানে আমার বাবা-মায়ের আমার প্রিয় ছবিগুলির মধ্যে একটি। আমি সর্বদা নিখুঁত বিয়ের জন্য তাঁদের দিকে তাকিয়ে থাকি’। কিয়ারা প্রশ্ন তুলেছেন সত্যিই কী বিয়ের পর সব বদলে যায়?’

দোহায় আলিয়া

বিয়ের পর থেকে কোনও ছুটি নেননি। ছবির শ্যুটিং থেকে বিজ্ঞাপন-বিনোদন সবেতেই রয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি দোহাতে গয়না ও বিলাসবহুল ঘড়ির দোকানের উদ্বোধনে গিয়েছিলেন নায়িকা। সেখানে গঙ্গুবাঈয়ের মতো সাদা পোশাকে নজর কাড়লেন আলিয়া ভাট। সাদা প্যানটস্যুট পরেছেন আলিয়া।এমারেল্ড ও হিরের গয়নায় সেজেছেন নায়িকা।এলোমেলো পনিটেলে চুলের সাজ। তাহার এইসা যথেষ্ট নজর কাড়ছে নেটিজেনদের।

বাধা কাটল ‘জয়েশভাই জোরদার’-এর

ভ্রূণের লিঙ্গ নির্ধারণের দৃশ্য ট্রেলারে দেখিয়ে বিপাকে জড়িয়েছিল রণবীর সিং-এর আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’। নির্ধারিত দিনে ছবির মুক্তি নিয়েও জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে টিম ‘জয়েশভাই জোরদার’। এই ছবির মুক্তিতে কোনও বাধা নেই মঙ্গলবার জানিয়ে দিল হাইকোর্ট। ছবি থেকে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের দৃশ্য বাদ দেওয়ার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন আদালত নির্দেশিকায় জানিয়েছে,ইউএসজি ক্লিনিকের দৃশ্য যেখানে ভ্রূণের লিঙ্গ পরীক্ষা করছেন চিকিত্সক এবং সম্পর্কিত আরও একটি দৃশ্যে বিশেষ বিজ্ঞপ্তি জুড়তে হবে ফিল্মেমেকারকে। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কৌঁসুলি কোনওরকম আপত্তি ছাড়া এই নির্দেশ মেনে নিয়েছেন।
আগামী ১৩ই মে মুক্তি পেতে চলেছে জয়েশভাই জোরদার।

আরও পড়ুনঃ 

কান্নায় ভেঙে পড়লেন অক্ষয়

বসোমবার মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি ‘পৃথ্বীরাজ’ -এর ট্রেলার। অতিমারীর টালবাহানা কাটিয়ে বেশ জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়েছে ট্রেলার লঞ্চের জন্য। সেখানেই মঞ্চে প্রকাশ্যে কেঁদে ফেললেন অক্ষয় কুমার। রবিবারই ছিল মাতৃদিবস। আর অভিনেতার মা প্রয়াত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে। প্রয়াত মায়ের কথা স্মরণ করেই অক্ষয় কেঁদে ফেললেন ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেঅক্ষয়ের মন্তব্য, “আমার ৩০ বছরের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার এরকম এক বড় ঐতিহাসিক চরিত্রে অভিনয় করলাম। আমার কাছে এই ছবির প্রস্তাব আসায় নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমার জীবন ধন্য যে পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে পেরেছি।

Related Articles