নিজস্ব প্রতিনিধিঃ লাল কার্ডের জন্য শুধু ড্যানি ফক্স নন, স্বয়ং ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলারও পরের বেঙ্গালুরু এফসি ম্যাচের বাইরে। ডাগ আউটে থাকবেন না তিনি। হ্যাঁ, এটাই ঘটনা। জোড়া হলুদ কার্ড দেখায় শনিবার বেঙ্গালুরু ম্যাচে নির্বাসিত ইস্টবেঙ্গল কোচ। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে হলুদ কার্ড দেখেছেন ফাওলার। এর আগেও একবার রেফারির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে হলুদ কার্ড দেখেছিলেন লিভারপুল লেজেন্ড। কোচ দুটো হলুদ কার্ড দেখলে একটা ম্যাচ নির্বাসিত হন। তাই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে কোচকে ছাড়াই নামতে হবে ব্রাইট, মাঘোমাদের। সহকারী কোচ টনি গ্র্যান্ট সেদিন ম্যাচে কোচিংয়ের দায়িত্বে থাকবেন। বেঙ্গালুরুও অবশ্য তাদের কোচকে ছাঁটাই করেছে। ফলে দুটো দলই সেদিন সহকারী কোচের তত্ত্বাবধানে মাঠে নামবে।
এদিকে, আইএসএলে রেফারিং ইস্যুতে সরব এসসি ইস্টবেঙ্গল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে খারাপ রেফারিং হচ্ছে।এফসি গোয়া ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। তাই গোয়া ম্যাচের ২৪ ঘণ্টা পরেই রেফারিং নিয়ে এফএসডিএল ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়ে কড়া চিঠি দিল এসসি ইস্টবেঙ্গল। আগেও জামশেদপুর এফসি, নর্থ-ইস্ট ম্যাচে খারাপ রেফারিং নিয়ে ফেডারেশন ও এফএসডিএল-এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল কর্তারা। বুধবারের গোয়া ম্যাচের পর আবার।
চিঠিতে মূলতঃ তিনটি বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে। প্রথমত, ড্যানি ফক্সের লাল কার্ড। দ্বিতীয়ত, ব্রাইটের দ্বিতীয় গোলটি বাতিল করা এবং তৃতীয়ত, রবি ফাওলারকে গোয়া ম্যাচের পর অন্যায়ভাবে হলুদ কার্ড দেখানো।
চিঠিতে এই তিনটি বিষয় তুলে ধরে গোয়া ম্যাচের রেফারিং নিয়ে ব্যাখ্যা চেয়েছে এসসি ইস্টবেঙ্গল।