কলকাতা টুডে ব্যুরো: অপেক্ষা আর মাত্র দিন কয়েকের। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রিমিয়ার হয়ে গিয়েছে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির। আর সোমবার তিলোত্তমায় হাজির পর্দার গঙ্গুবাই। এদিন একদম বাঙালি সাজে এদিন কলকাতায় হাজির আলিয়া। পরনে তাঁর পিঠখোলা স্লিভলেস ব্লাউজ, সঙ্গে সাদা ঢাকাই। টেনে খোঁপা করেছেন, কানে ঝোলা দুল- মুখের হাসিতেই মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী
শুধু এলেনই না বরং গঙ্গুবাই-এর সিগনেচার পোজও সবার সামনে তুলে ধরলেন আলিয়া। এদিন দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রিয়া সিনেমা হলে সাংবাদিকদের মুখোমুখি হন আলিয়া। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির নতুন গান ‘মেরি জান’ এদিন লঞ্চ হল কলকাতায়।
কলকাতায় এসে মিষ্টিমুখ হবে না তাও কী সম্ভব! তাই তো ঝটিকা সফরের মাঝে ডায়েট ভুলে সন্দেশে কামড় বসালেন মহেশ ভাট কন্যা
মুম্বইয়ের যৌনপল্লীর কামাঠিপুরার সর্দারনি গঙ্গুবাইয়ের জীবনের উঠাপড়া ধরা পড়েছে এই ছবিতে। হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন বনশালি।
Topics
Gangubai Kathiawadi Alia Bhatt Bollywood Entertainment Kolkata