কলকাতা টুডে ব্যুরো:হঠাৎ নবান্নে পৌঁছলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় । দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছেন।
সে ক্ষেত্রে ফের একবার কি তৃণমূল প্রত্যাবর্তন হতে চলেছে শোভন-বৈশাখীর? শুরু হয়েছে জোর জল্পনা। নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর শোভন এবং বৈশাখী বলেন, “২০১৮ সালের ২২ নভেম্বর আমি এখান থেকে চলে এসেছিলাম কিন্তু, এই নয় যে দিদির সঙ্গে আমাদের দেখা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওঁর সঙ্গে দেখা হয়েছে। আমাদের মধ্যে যে ভালোবাসা-আবেগ রয়েছে, সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। মমতাদির ইচ্ছে, চিন্তা-ভাবনা বাস্তবায়িত করাই আমার কর্তব্য।” একইসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, “মমতাদির কাছে আসব, একটু চা খাব, তাঁর নির্দেশ পালন করব। এটাই তো স্বাভাবিক।
পশ্চিমবঙ্গে কেউ অরাজনৈতিক নয়। সাধারণভাবেই একটা চিন্তা-ভাবনা থাকে। এটা বহিঃপ্রকাশের একটা সময় রয়েছে।” বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক একইসঙ্গে রাজনৈতিক এবং ব্যক্তিগত। শোভন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক আলোচনা হয়েছে। আমি দেখলাম ভাই আর দিদির রাজনৈতিক নানা আলোচনা। মুগ্ধ হয়ে সেগুলি দেখলাম। আমি চাই দ্রুত শোভন ওঁর রাজনৈতিক জীবনে ফিরুক।
মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে। আবার পুরনো শোভনকে ফিরে পেলাম।” এই প্রসঙ্গে এদিন রত্না চট্টোপাধ্যায় কে তার প্রতিক্রিয়া দেয়ার জন্য বলা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান,” উনি যখন বললেন যে উনি সব সিদ্ধান্ত দিদির কাছ থেকে নেবেন তাহলে ভুল সিধান্ত নেবেন না মনে হয়। আমার জীবনে শোভন বৈশাখীর কোনো প্রভাব বা সম্পর্ক নেই। দলে ফিরলেন এক মঞ্চ শেয়ার করতে কোনো অসুবিধা নেই।”