কলকাতা টুডে ব্যুরো:একটা বুড়ো সাংসদ আছে, হাঁটতে চলতে পারে না। সে আমাদের হুমকি দিচ্ছে। বলছে পিঠে মেরে জুতো চামড়া ছাড়িয়ে দেবে। পিছনে যদি কালো কুকুর পড়ে যায় তাহলে জামা কামড় জড়িয়ে পড়ে যাবে। দৌড়তে পারবে না। সেই নাকি নেতা বলে নাম না করে সৌগত রায় কে কটাক্ষ দিলীপ ঘোষের।
শুধু তাই নয়, খড়গপুর থেকে এদিন নরমে গরমে তৃণমূলকে তীব্র আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর দাবি, মানুষ সবে চঠি ছুঁড়তে শুরু করেছে। চৌরাস্তার মোড়ে জামা কাপড় খুলে মারবে বলেই কার্যত বিতর্কিত মন্তব্য দিলীপের। তাঁর মতে, সবে শুরু। উপর থেকে নাম আসা শুরু হয়েছে। সবকা টাইম আয়েগা। কিছু লোককে ইডি-সিবিআই সোজা করে দেবে আর কিছু লোককে এখানকার মানুষ সোযা করে দেবে বলেও তোপ কেন্দ্রীয় নেতার।
কয়েকদিন আগেই বিজেপি নেতা-কর্মীদের চরম হুঁশিয়ারি দেন সৌগত রায়। বলেন, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।’ আর এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়।
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata