কলকাতা টুডে ব্যুরো:গুজবই সত্যি প্রমাণিত হল।বলিউডের বাঙালি কন্যা ও তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়। নিজেরা সে কথা ঘোষণা করলেন অভিনেতা করণ সিং গ্রোভার ও বিপাশা বাসু। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে এই ঘোষণা করলেন দম্পতি।
কিছু দিন ধরেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাসছিল বলিউডের হাওয়ায়। পাপারাৎজিদের ক্যামেরায় তাঁর ছবি, পোশাক বাছাইয়ের ধরন দেখে তেমনটাই অনুমান করছিলেন অনেকে। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বঙ্গতনয়া।
২০১৫ সালে ভুতুড়ে ছবি ‘অ্যালোন’-এর সেটে একাকীত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-কর্ণ। এক বছর জমজমাট প্রেম, ২০১৬-য় বিয়ের পিঁড়িতে— তার পরেও বরাবরই চর্চায় রয়ে গিয়েছে তাঁদের অটুট ভালবাসার কাহিনি। ক’দিন আগে ষষ্ঠ বিবাহ-বার্ষিকীতেও নজর কেড়েছে তাঁদের প্রেমের খোলা চিঠি। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। দু’জনের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
Topics
Bipasha Basu Pregnancy Bollywood Celebrity Entertainment Kolkata