Home সংবাদসিটি টকস ‘ভোটের সময় সেনা বাহিনীকে ব্যবহার করে বিজেপি,’ ত্রিপুরা থেকে কড়া আক্রমণ অভিষেকের

‘ভোটের সময় সেনা বাহিনীকে ব্যবহার করে বিজেপি,’ ত্রিপুরা থেকে কড়া আক্রমণ অভিষেকের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ভোটের সময় সেনা বাহিনীকে ব্যবহার করে বিজেপি৷ এখন সামনে ভোট নেই বলেই অগ্নিপথের মতো প্রকল্প নিয়ে এসে সেনাদের উদ্দেশে অপমানজনক কথা বলছেন বিজেপি নেতারা৷অগ্নিপথ নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সোমবার ত্রিপুরায় এক সাংবাদিক সম্মেলনে অগ্নিবীরদের উদ্দেশ্যে করা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদী সরকারের এটা প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে, নোটবন্দি-সিএএ-র মতোই কোনও পরিকল্পনা নেই, যাঁরা বেনিফিশিয়ারি, যাঁরা সামগ্রিকভাবে এই স্কিমে উপকৃত হবেন, তাঁদের কথা না ভেবে ২ দিন অন্তর অন্তর একটা করে পরিবর্তন। যাঁরা ভারতীয় সেনা, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর আবেগকে সামনে রেখে, নির্বাচনের সময় রাজনৈতির লড়াই না রেখে, তাদের ছবির আড়ালে গিয়ে নির্বাচন লড়ে, তাঁরাই নির্বাচনের পর বলে অগ্নিবীরদের ৪ বছর পর যখন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, তারপর বিজেপির দলীয় দফতরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করবে। এর থেকে লজ্জার আর কী হতে পারে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বিজেপির নেতার ছেলে বিসিসিআই-এর সেক্রেটারি হবেন, যিনি বলেছেন কৈলাস বিজয়বর্গীয়, তাঁর ছেলে এমএলএ হবেন, ব্যাট নিয়ে আমলাদের মেরে বেড়াবেন, আর সাধারণ মানুষ, গরীব খেটে খাওয়া মানুষের ছেলে ৪ বছর অগ্নিবীর করে বিজেপির অফিসের দারোয়ান হবে। সাধারণ মানুষ জবাব দেবেন। কেন তাঁদের স্বপ্ন দেখার অধিকার নেই? আমার ধিক্কার জানাই। আর বিজেপির যদি নূন্যতম সম্মান থাকে সেনাদের জন্য, ভালবাসা থাকে, তাহলে এরকম সমস্ত নেতা কর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত। আমাদের দলে কেউ এই মন্তব্য করলে আমার বহিষ্কার করতাম।”

আরও বলেন,” বালাকোটকে সামনে রেখে ভোট লড়েছে। অন রেকর্ড বলছি। কেন এখন সেনার দরকার নেই? আবার ২০২৪-এর ৩ মাস আগে দরকার পড়বে নাকি? এই দ্বিচারিতা চলতে পারে না। বিজেপির যদি বোধদয় হয় তবে অবিলম্বে এদের দল থেকে বহিষ্কার করা উচিত ও ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত।”

Related Articles

Leave a Comment