কলকাতা টুডে ব্যুরো:বিশ্ব চলচ্চিত্রের সম্মাজনক আসর কান চলচ্চিত্র উত্সবে বরাবরই বাহারি পোশাকে রেড কাপের্ট মাতিয়ে থাকেন বলিউড তারকা। দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, হিনা খান, হুমা কুরেশি, সোনম কাপুরের মতো তারকারা জমকালো পোশাকে রেড কাপের্ট মাতিয়েছেন।
কয়েক দশক আগেও হাতেগোনা কয়েক জনেরই পা পরত সেখানে। কিনব্তু আন্তর্জাতিক ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ক্রমশই ভিড় বাড়ছে ভারতীয় তারকাদের। তাতে ছোট, বড়, মাঝারি, সব তারকাদেরই সমাগম চোখে পড়ছে গত কয়েক বছর ধরে।
এ বারে ‘কান’-এ ভারতের তরফে সামনে থেকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বের তাবড় পরিচালক, অভিনেতাদের ছবি যেখানে প্রদর্শিত হয়, সেখানে পুরস্কারের জন্য সেরা ছবি ঝাড়-বাছাইয়ের দায়িত্বে রয়েছেন দীপিকা।
ফিউশন দিয়ে শুরু করলেও, সব্যসাচীর শাড়িতেই প্রচারের সব আলো শুষে নিয়েছেন দীপিকা। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়ি, ঝাড়বাতি কানের দুল, এবং চোখের মেকআপেই নজর কেড়েছেন তিনি। একের পর এক অভিনব লুকে কান ফিল্ম ফেস্টিভ্যালে ঝড় তুলেছেন দীপিকা।
কেন্দ্রীয় সরকারের তথঅয এবং প্রযুক্তি মন্ত্রকের তরফে ‘কান’ এ প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই প্রতিনিধি দলেও শামিল রয়েছেন একঝাঁক বলি সুন্দরীরা।
কেন্দ্রের সেই প্রতিনিধি দলে শামিল রয়েছেন বলি সুন্দরী তমন্না, পূজা হেগড়ে-সহ আরও অনেকে।
একাধিক পোশাকে ইতিমধ্যেই নজর কেড়েছেন তমন্না। গৌরী এবং নয়নিকার গাউনে মধ্যমণি হয়ে উঠেছেন ‘বাহুবলী’ নায়িকা।
‘কান’-এ ডেবিউ করেই নজর কেড়েছেন ঊর্বশী রাউতেলাও। সাদা রংয়ের অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছে তাঁকে।
বহু বছর ধরে ‘কান’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বর্য রাই বচ্চন। এ বছরও স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছেন। প্রতিবছরের মতো এবছরও কান ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়ছেন ঐশ্বর্য।
টেলিকুইন হিনা খানও এ বছর ‘কান’-এ রয়েছেন। অন্য নায়িকাদের মতো তিনিও বিশেষভাবে নজর কাড়ছে এই ফিল্ম ফেস্টিভ্যালে।
হিন্দি টেলি জগতের তারকা হেলি শাহেরও এ বার ‘কান’-এ অভিষেক ঘটেছে। তিনিও বিশেষভাবে নজর কেড়েছেন সকলের।